নীরবতা চূর্ণ করে
অন্ধকারের গায়ে সুড়ঙ্গ কাটতে কাটতে
চলে গেল রাতের শেষ ট্রেন ।
সারাদিন ভিক্ষার পর
আধপেটা খেয়ে প্লাটফর্মের পিঠে
ছেড়া চট পেতে সবে ঘুমালো বৃদ্ধাটি।
হঠাৎ-ই চোখ পড়ল
তার হাতে বাঁধা একটা মাদুলির দিকে।
যে মাদুলিতে জেগে আছে ঈশ্বর ।
জেগে আছে একটা নতুন সকালের আশা ।