বুকের ভেতর মুক্তো সুখ ঝিনুক জীবন তোর
সংসার সাগরে উঠুক ভালোবাসার ঢেউ, জোর।
সব সম্পর্কের শিকড় বাঁচতে শিখুক বিশ্বাসের কাছে
আরো দায়িত্বশীলতার পাতা গজাক তোর হৃদয় গাছে।
যার আলাপ গোলাপ ফোটায় মনের বাগান জুড়ে
জীবনের গান গাইতে শিখিস শুধু তারই সুরে।
যতটা পারিস মনের মুক্ত আকাশটাকে বড় করিস
দিস ছোট্ট চাঁদকে উজাড় করে অপত্য স্নেহের আশীষ।
আত্মার সাথে আত্মীয় হোক তোর অটুট থাক বন্ধন
ভালোবাসার নিরাপত্তায় বাড়ুক চোখের সব স্বপন।
দূরে কেউ তারার মালা গাঁথে; চোখ রাখিস দূরবীনে
অনেক শুভেচ্ছা রইলো― তোর 'মা হওয়ার দিনে।'