শেষ কোথায় ? জানি না। জানাও নেই।  
ওদিকে মৃত্যু মিছিল অব্যাহত ।
সভ্যতা আজ বিপন্ন বড়ই, যেন-
টিকিয়ে রাখাই দায় জীবনের অস্তিত্ব ।

এ অসুখ ছোঁয়াচে ভীষণ মহামারী রূপ      
ভুগছে একের পর এক সমস্ত দেশ ।    
এখন তুমি একটু অসচেতন হলেই
শেষ ! নিমেষেই সবকিছু শেষ ।    

এখন আমরা কেউ কারো শত্রু নই  
সহযোগিতার হাত রাখি সভ্যতার ক্ষতে ।  
তোমার সতর্কতাই তোমার পাহারাদার  
এ সংক্রমণ রুখে দেবার পথে ।

দোকান পাট বন্ধ থাক আরও কিছু দিন
কিছুটা বিচ্ছিন্ন থাক জনসংযোগ ।
কে বলতে পারে আজকের সিদ্ধান্তই  
এনে দিতে পারে সুস্থতার সুখভোগ ।

যুদ্ধের থেকে কম কী এ লড়াই ?
এসো রপ্ত করি প্রতিরোধের কায়দা-কানুন ।  
বেরিয়ে আসুক দায়িত্ববোধের ধনুক থেকে
আজ একটাই অস্ত্র- লকডাউন ।

✍️২৩.০৩.২০২০