চারিপাশে আজ আগুন আগুন খেলা
গর্জে উঠছে শুধুই বুলেট বোমা বন্দুক,
স্বৈরতন্ত্রের কালো ঘোড়া ছুটছে অবাধ
গণতন্ত্রেরই পিঠে মারছে চাবুক।
রক্তের উপর আজ হিংসার মিছিল
লাশের টবে হাসছে লালসার ফুল,
এখানে এখন ক্ষমতায়নের রাজ
উপড়ে ফেলা তাই মানবতারই মূল।
শান্তির শরীরে হায়! নগ্ন নখের আঁচড়
বর্বরতার জিভ চাটছে সভ্যতার নাভি,
সুস্থ সম্প্রীতির শরীরে শিকল বাঁধা
ব্যর্থ যেন সব বেঁচে থাকবার দাবী।
পুড়ে যাবে! জ্বলে যাবে! বুক চিতয়ে কি
মরে যাবে তবে এ ভাবে সবাই ?
বাঁচার তো আর এক নাম প্রতিবাদ
এসো না, একই সাথে শুরু করি লড়াই।
***** a******