ভালো কোনও জামা নেই জুতো নেই
তবু কাঁধে একটা লাল গামছা আছে
পোড়া কপালের কষ্টের ঘাম মোছার।
ভালো কোনও ঘর নেই দোর নেই
তবু উঠোনে একটা তুলসী গাছ আছে
বিষণ্ণ দিনে একটু শান্তি দেবার।
ভালো কোনও চিকিৎসা নেই রোজগার নেই
তবু একটা পায়ে টানা রিক্সা আছে
ভাত তুলে দেয় চারটে মুখে প্রতিদিন।
বিশেষ কোনও খ্যাতি নেই বিশেষত্বও নেই
লোকটির পায়ের শক্তপেশীর ফুলে ওঠা শিরায়
ফুটে আছে পরিশ্রমী জীবনের জীবন্ত লাইন।