মাঝে মাঝে ইচ্ছে করে কান্না ঝরা
মেঘের বুকে একটা রামধনু আঁকি।
ছিটিয়ে দিই আঁধারঘন রাত্রির চোখে
জোছনার জল। ঊষর ধূসর অমসৃণ
জমিগুলোর ভেতর পুঁতি সবুজ স্বপ্নের বীজ।
তবুও জানালার রডের মতো
সব আশাদের মেরুদণ্ডে মরিচা ধরে।
কুয়োর সাথে দড়িবাঁধা বালতিটার মতো
কেটে যায় গোটা জীবন । একই স্থানে ।