মাঝে মাঝে তোমার বুকের ভেতর
আমার খুঁড়ে রাখা কুয়োটার কাছে যাই
খুশির বালতি ফেলে সুখের জল তুলি ।
মরুভূমি পাড়ি দেওয়া
ক্লান্ত উটের মতো তৃষ্ণা মেটাই
কখনো বা সেই জলে স্নান সেরে
জুড়িয়ে নিই মনের সব শিরোনামহীন অস্থিরতা ।
বৃন্তচ্যুত করি ক্লান্তি ।
তবে আজকাল তুমি এক নতুন শহরের ইঙ্গিতে
যেই শিল্পাঞ্চল হয়ে উঠলে
দূষিত হল কুয়োটার জল ।
যে জলে আমি এখন দেখতে পাই
আমারই মৃত্যুর মুখ ।