কখনো কালো মেয়েটির বুকের উপর
পড়ছে ডাইনির সীলমোহর।
কখনো নাভির নিচে একদফা লেবেলহীন
দাবির গর্ত অবাধে খুঁড়ছে কামনার কাঁকড়া।
কিংবা কখনো ঋতুস্রাবের রক্তে তিলক কাটছে
একদল ঝাঁকড়া নগ্নতা।
দোষ নেই ! দোষ নেই ! গঙ্গা জল ছিটানো
বস্তুর মতো এসবে একটুও দোষ নেই ।
দোষেরা শুধু তখনই লাল চোখ মেলে দেখে-
যখন শত কষ্টের শত নিয়মের
পেরেক পোঁতা নারী-জীবন বাঁচার আর্তনাদ করে।
যখন ন্যাপকিন আটকানো শরীর
মন্দিরের সোপানে পা রাখে। কিংবা বিধবার হাত
যদি কোনো শুভ জিনিস ছুঁয়ে ফেলে ।
অন্ধকারের জিভের তলায় বেঁচে থাকা
হায় রে সামাজিকতা !
আধুনিকতার সাথে কুসংস্কারের বিশ্বযুদ্ধ
এখনো শেষ হলো না ......