চারিদিক জল থৈ থৈ ভাসছে গ্রাম ভাসছে পাড়া।
দুর্যোগের এই দুর্বিপাকে জীবন যেন দিশাহারা।
ভাঙছে বাড়ি ভাঙছে গাছ দুকূল ছাপাচ্ছে নদী।
চোখে জল বুকে ভয় শেষ আশ্রয় হারায় যদি।
সবাই সবার পাশে আছি তবু বেসামাল পরিস্থিতি।
মহামারী সাথে নিয়েই আজ ভীষণ ক্রুদ্ধ এ প্রকৃতি।
যাবো কোথায়? ছেলে-পিলেদের মুখে দেব কী?
একটু সাহস পাওয়ার তরে ঈশ্বরকেই ডাকি।
কাটিয়ে দাও বিপদ, বদলে দাও নদীর ক্রুদ্ধ রূপ।
জীবন আবার নতুন করে খুঁজে পাক বাঁচার স্বরূপ।