চাইলেই
হাত বাড়িয়ে দেওয়া যেত দু'মুঠো চাল।
আঙুল দিয়ে মুছিয়ে দেওয়া যেত
যন্ত্রণার ফাটল দিয়ে চুঁইয়ে পড়া চোখের জল ।
নিভিয়ে দেওয়া যেত খিদের রগচটা আগুন ।
না! তুমি চাইলে না ।
কৃপণতা আসলে একটা কারাগার ।
যেখানে ডানা মেলে ওড়ার রাজকীয় সুখ
চিরদিন বঞ্চিত ।
✍️২৫.০৪.২০২০