লোকে তোমায় মন্দ বলে ! তাতে কী । বলুক না ।
আমি তো আজও তোমার মন খারাপের মরশুমে-
মেঘের ছিপিতে গড়িয়ে রাখি কত না খুশির জোছনা ।
কোকিল রাঙা শরীর তোমার । অঙ্গ জুড়ে রুক্ষতা ।
আমি তো আজও তোমার হৃদয় খুঁড়ে ভালোবাসার
সুড়ঙ্গ কাটি; খুঁজে নিই তোমার প্রাণের বিশুদ্ধতা ।
রূপ নিয়ে ওরা চর্চা করে । দাঁত নিয়ে তোলে কথা ।
আমি মুক্তোর মত ভালোবাসা বুঝি । তোমার সাথে
স্বপ্নেরই দেশে হারিয়ে যেতে ; গ্রাস করে ব্যকুলতা ।
পাঁচের কথায় কান দিও না। হাত রাখো এ হাতে ।
আমি তোমার মনের অভিধান ঘেঁটে তুলে আনব
প্রেমেরই মানে । বাঁধব জীবন একই সাথে ।
*******
# বিশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় অজিত কুমার কর মহাশয়কে ।