বিষাক্ত বাতাসের দাপটে গাছের ডাল থেকে
একের পর এক খসে যাচ্ছে সংক্রমিত ফুল পাতা
বিচ্ছন্ন হচ্ছে সুখ শান্তি কোলাহল
খাঁ খাঁ করছে চারিপাশের পরিবেশ
গাছটা তবুও এ অস্থিরতা এ সংকটকাল সামলে
দাঁড়িয়ে আছে সোজা

ভরসা বলতে এই―
কিছু কোকিল গাইছে সচেতনতার গান
আর কিছু প্রজাপতি নিয়োজিত
আক্রান্ত ফুল পাতাদের শুশ্রূষায় ।

✍️২৬.০৩.২০২০