.
যখন আমি ক্লান্ত ভীষণ
কিংবা ভীষণ একঘেয়েমি ও একলা,
তোমার হাসির মালগাড়িতে
তুলে দিই আমার মনখারাপির কয়লা ।
যখন আমি বিবর্ণ রঙ
কাজের ভিড়ে বিশ্রামহীন একটা যন্ত্র,
তোমার দুটি চোখের পাতায়
পড়ে নিই আমার বেঁচে থাকার মন্ত্র।
যখন আমি বালির শহর
একলা দুপুর কিংবা ধু ধু এক প্রান্তর,
তোমার আলতো ছোঁয়ায়
জুড়িয়ে নিই আমার দগ্ধ এই অন্তর।
যখন আমি মেঘলা আকাশ
অঝোর শ্রাবণ; গুমরে কাঁদি চুপচাপ,
তোমার প্রেমের রামধনুতে
ভুলে যাই আমার সকল দুঃখের সংলাপ।
যখন আমি কুয়াশায় মোড়া
নিস্তব্ধ রাত কিংবা হই বড়ই দিগভ্রান্ত
শুধু তোমার চাঁদপানা মুখে
খুঁজে নিই জ্যোৎস্না; খুঁজে নিই বসন্ত।
*******