অভাব একটা জং ধরা পেরেক ।
খুব কষ্ট হয় । যখন সে বুকে বিঁধে ।
কোথায় পাবো স্বচ্ছলতার মলম ?
একটুকরো রুটিতে আহত করি খিদে ।
কাজ নেই । সঞ্চয়ও নেই । মহামারী ।
সভ্যতার চাকা হঠাৎ গেছে থেমে ।
খিদেরা তবু মাস্তানের মতো দু'বেলা
ভাতের তোলা নিতে পেটে আসে নেমে ।
অসহায়ত্ব আঁকড়ে থাকি । কখনো কাঁদি ।
জল গড়িয়ে যায় ভবিষ্যতের দিকে ।
যাদের প্রতিশ্রুতি বলেছিল সমাধান
তারা কোথায়? মরুভূমি চারিদিকে ।
লকডাউন মানছি । ঘরেই থাকছি ।
দপদপ করে জ্বলছে দীর্ঘশ্বাসের চৌপল ।
একমুঠো চাল পেলে চলে যেত টেনেটুনে
ব্রেক কষে থামত খিদের কোলাহল ।
✍️৩০.০৪.২০২০