পেট একটা উনুন
খিদে সেখানে আগুন
চায়―ভাত কিংবা রুটি

হাঁড়ি চড়ানোর মতো সামর্থ্য নেই
একগ্লাস জলেই
চেষ্টা করছি আগুন নেভাবার ।

✍️২৭.০৪.২০২০