একদিন কেরোসিন তেলের মগটা
তার বুকের সব সঞ্চয় দিয়ে  
জ্বালাত সংসারে বাতি ।  
আলোকিত করত সারা ঘর ।
আলো-উত্তাপের উজ্জ্বল হাসিতে  
পেত পরম সুখ।  

এখন মগটার তুবড়েছে গাল!    
ফাট ফাট ধরেছে শরীরে,
ফুরিয়ে এসেছে সঞ্চয়ও।  
অযত্নে অবহেলায়
তাই তার ঠাঁই সিঁড়ি-ঘরে ।  

যে সিঁড়ি-ঘরের জমাট বাঁধা অন্ধকার  
শিখিয়ে দেয়- সঞ্চয় ফুরিয়ে গেলে
পাশে থাকে না কেউ ।          

          *****