অনন্ত সময় সাগর ।
প্রথম যেখানে ডুব দিয়ে ভেসে উঠলাম
চারিপাশে চাঁদমালার শলার মতো ভাসছে লাশ ।
রক্ত-কান্নার ফেনায় পাক খাচ্ছে হাহাকার।
ভাঙছে উদ্বাস্তু হওয়া স্বপ্নের হাড়।
তবুও কেউ আকাশে উড়ন্ত চিলের দিকে
তাকিয়ে খেজুর পাতার মতো সূচালো
প্রশ্ন ছুঁড়ে জানতে চাইলো না -
কেন এত অন্যায় ?
কেন এত অত্যাচার ?
কেন এত অবিচার ?
রক্তের উপর চিৎ সাঁতার দিতে দিতে
সবাই চুপচাপ পেরিয়ে যাচ্ছে
দিন-মাস-বছর। হয়তো বা
পেরিয়ে যাবে একুশ শতকও। প্রশ্নহীন ।
প্রতিবাদহীন কেন্নোর মতো।