(ক)
ততদিন ক্লান্তিহীন হেঁটে যায় ভালোবাসার মিছিল।
যতদিন সম্পর্কের পাতায় থাকে বিশ্বাসের ক্লোরোফিল।

(খ)
কুয়াশার ডিম ফেটে বেরিয়ে এলো সূর্য কুসুম।
তুমি চোখের কার্নিশে এবার শুকাতে দাও ঘুম।।

(গ)
ওদিকে আলোচনা থেকে ভেসে আসছে শব্দ-সুর- জ্ঞান,
এদিকে শুনছে আর কয়জন,সবাই এখন ক্যামেরা ম্যান।

(ঘ)
তোমার কমলা লেবুর কোষের মতো ঠোঁটে
আজও কত না উষ্ণতার বিস্ফোরণ ঘটে।।