কিছুই দেখা যাচ্ছে না
ভ্রমরের পিঠের মতো অন্ধকার ছাড়া।  
ওরা চোখ দুটো শক্ত করে
বেঁধে দিয়েছে কালো কাপড়ে।

ভেসে আসছে চারিপাশ থেকে
অট্টহাসি! উল্লাস ! ঠাট্টা !
কখনো- 'কানামাছি ভোঁ ভোঁ  
যাকে পাবি তাকে ছোঁ।'  

চোখবাঁধা মাছিরা-
এখন হাতড়ে হাতড়ে পথ চলে!  
হোঁচট খায় ! উঠে দাঁড়ায় ।
তবে ওদের কাউকেই ছুঁতে পারে না ।

পারবেও না !
যতদিন না কালো কাপড়ের বাঁধন  
চোখ থেকে খুলে ফেলে
আলোর খোঁজে লড়াই-এ সামিল হচ্ছে ।  

        ************