প্রতিটি কবির ভেতর
এক একটা কামারশালা থাক প্রয়োজন ।
যেখানে শানানো কুড়ুল কাটারি কাস্তের মতো
তৈরি হবে এক একটা শব্দ।
তলোয়ালের মতো সৃষ্টি হবে
এক একটা লাইন।
হাপরের টানে ফুঁসে ওঠা
লাল আগুনের মতো রচিত হবে
এক একটা কবিতা ।
আসলে এখন যে ―
অন্ধকারের সাম্রাজ্য ধ্বংস করার সময় ।
পুঁজিবাদের পাঁজর ভাঙার সময় ।
স্বার্থবাদের শিরদাঁড়ায় কোপ বসাবার সময় ।
✍️ ১১/১০/২০১৯