পরনে সুন্দর পাঞ্জাবি ।
চোখে কালো ফ্রেমের চশমা ।
বুকের কাছে গোঁজা কলম ।
কাঁধে শান্তিনিকেতনি ব্যাগ ।
―আসুন সভাকবি... আসুন ।
আপনার মতো একজন ব্যস্ত মানুষকে
এই অনুষ্ঠানে পেয়ে আমরা ধন্য ।
আমরা আনন্দিত । আমরা গর্বিত ।
তবে কর্তৃপক্ষের বুক
গর্বে কতখানি উঁচু হয়েছিল
তা বলতে পারলাম না ।
কিন্তু আপনি যে খুব ব্যস্ত মানুষ,
তা আমার মতো একজন অতি ক্ষুদ্র শ্রোতা
ঠিকই প্রমাণ পেলো ―
যখন আপনি বাহান্ন সেকেন্ডের
জাতীয় সঙ্গীত গাওয়ার সময়
বারবার চোখ রাখছিলেন হোয়াটসঅ্যাপে ।