কিছু কবি আজকাল
বেশি বেশি লাইক কমেন্ট দেখতে
পছন্দ করেন তার কবিতায় ।
দীর্ঘদিন তাই আপনি
লাইক কমেন্ট না দিলে,
তিনি আবার জঞ্জাল ভাবতে
শুরু করবেন আপনাকে ।
কখনো বা
স্বচ্ছ ফেসবুক মিশনে নেমে
স্লোগান তুলবেন―
আজ মঙ্গলবার
জঙ্গল সাফ করবার দিন ।