সবার নামে সব বলো,
শুধু কবিদের নামে কিচ্ছু বলো না ।
কবিদের ভুল-ত্রুটি ধরো না,
কবিদের পেছনে লেগো না ।
কবি তখন কলম নয়,
মেতে উঠবেন স্ক্রিনশট-এর খেলায় ।
কখনো বা ক্যাপশনে লিখবেন―
'ব্যাটা, কয়দিন ধরেই
খুব ফটর ফটর কিরছিল
দিলাম আজ আনফ্রেন্ড করে ।'