সম্মাননা পত্র, পদক, মেমেন্টো, উত্তরীয়,
কমবেশি প্রতিমাসে
দুটো-চারটে করে পান কবি ।
দেওয়াল আলমারির তাকে সুন্দর ভাবে
সেগুলো সাজিয়েও রাখেন তার স্ত্রী।
তবে কবি শুধু
স্ত্রী'কে আজও বলতে পারেন না―
এ মেমেন্টো এ পদক পাওয়ার জন্য
অনুষ্ঠানের অনেক আগেই,
তিনি কর্তৃপক্ষকে দিয়েছেন
কখনো পাঁচশ কখনো বা হাজার টাকা ।