আজকাল চোর ডাকাতদের
খুব একটা ভয় পাই না, ভয় পাই না
জঙ্গি কিংবা সন্ত্রাসবাদীদেরও ।
তবে মাঝে মাঝে খুব আতঙ্কিত হই !
যখন দেখি ―
কবিরা কবিদের চরম শত্রু হয়ে ওঠে ।

আর
মুখ থুবড়ে পড়তে থাকে সমাজটা আরও ।