নিচের তলায় থাকেন বৃদ্ধা মা ।
উপর তলায় স্ত্রী-পুত্র ও কবি ।
কাজের মাসি
নিচে মাকে ভাত পৌঁছে দেন
মাছের কাঁটা বেছে দেন
বিষম খেলে জলের গ্লাস এগিয়ে দেন।
ওদিকে ওপর তলায় ডাইনিং টেবিলে বসে রোজ
স্ত্রী-পুত্রের সাথে দিব্যি ডিনার সারেন কবি।
শুধু ভাবার বিষয় এই―
তিনিও সমাজে সমতা আসুক বলে
সুর তোলেন কবিতায় ।