আলোকিত মঞ্চ। বছরে হাফ ডজন,
কখনো বা একডজন
নিজস্ব বই প্রকাশ করেন কবি ।

পাঠক বইগুলোর
প্রথম পাতা পড়ার পর, পরের পাতা উল্টাতে
অবরোধ জানায় যেন আঙ্গুলকে। কিংবা
চোখ ঘুরিয়ে নেয় অন্য দিকে ।

অথচ কবির এ সব ভাবার সময় নেই।
তার কাছে
লেখনীর ভাব সমৃদ্ধতার চেয়ে,
সংখ্যার সমৃদ্ধতার ব্যাপ্তি যেন অনেক বেশি ।


# বিশেষ ধন্যবাদ রক্তিম দাদাকে।