দ্যাখো ভাইপো,
স্কুলসার্ভিস হলে পনেরো লাখ
আপার প্রাইমারি হলে বারো লাখ
প্রাইমারি হলে দশ
কিংবা গ্রুপ-ডি হলে আট ।
বলো কোনটা চাই ?
তোমার ডিগ্রী কী ?
কৃষকের গ্র্যাজুয়েট পাশ ছেলেটি
অনেকখানি সময় মাছের চোখের মতো
নীরব থেকে উত্তর দিল―
একশ দিনের কাজ চাই কাকাবাবু ।
একশ দিনের কাজ !!
আর তৎক্ষণাৎ সার্টিফিকেটগুলোর উপর
তারই চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল-
এক টুকরো ভারতবর্ষ ।