টুকলি করতে করতে আপনি
নকল সার্টিফিকেট তৈরির ডেরায় পৌঁছে,
কিছু নকল সার্টিফিকেট নিয়ে এসে
এখন বট গাছের মতো শেকড় চারিয়ে
বসলেন- ক্ষমতাতন্ত্রের গদিতে ।
না না থুড়ি! -গণতন্ত্রের গদিতে ।
ছাপ্পা মারতে মারতে আপনি
বিবেকের বুকে লাথি মেরে বুথ দখলের
শীর্ষে পৌঁছে, কপালে রক্তিম মেঘের
তিলক টেনে এখন জোঁকের মতো
জাঁকিয়ে বসলেন― সমাজ শোষণের আসনে ।
না না থুড়ি! ― সমাজ সেবকের আসনে ।
দু-একটা সাদা পৃষ্ঠার পিঠে
নানান রকম রঙ ছিটিয়ে আপনি
দু'শো টাকার ছবি দুই লাখে বিক্রি করে,
অর্থেরই জোরে সম্মান সনদ কিনে
এখন পাইলিং পিলারের মতো
বসলেন- বিকৃতির দফতরে ।
না না থুড়ি ! ―সংস্কৃতির দফতরে ।
তবে কাকাবাবু, গ্রাম-গঞ্জে ছই ঘেরা
চায়ের দোকানে এখনো বিকেলের আড্ডায়
রাজ্য-রাজনীতির প্রসঙ্গ এলে
প্রবীণদের মুখে চায়ের চুমুকে চুমুকে
একটাই প্রবাদ উঠে আসে-
'ছাগল দিয়ে কি আর ধান চাষ হয় ।'