হাঁ-এর ভেতর হাত ঢুকিয়ে
গলা থেকে ছিনিয়ে নেওয়া হল-
বঞ্চিত লাঞ্ছিত প্রতিবাদের শব্দ ।
র্যাঁদার মতো নখ চালিয়ে
বুকের উপর থেকে তুলে নেওয়া হল-
ঐক্যবদ্ধতার তাঁবু ।
শিরদাঁড়ায় সন্ত্রাসের কোপ মেরে
ছিন্ন-ভিন্ন করে দেওয়া হল-
শান্তির শরীর ।
অবশেষে রক্তের স্রোতের উপর
আগুনের পাল তুলে ভেসে গেল-
রাজনীতির নৌকা ।
অথচ কাকাবাবু আপনি সে নৌকার
মাঝি হয়ে কেমন করে গান ধরেন--
''মেরা মুলক মেরা দেশ মেরা ইয়ে বতন
শান্তি কা উন্নতি কা প্যার কা চমন..''