আপনি কি দেখে ফেলেছেন-
প্রকাশ্যে দানবের মতো কুপিয়ে
কাউকে নৃশংস খুন হতে ?
এলাকায় লেবেলহীন লাগামহীন লুটপাট চলতে ?
কিংবা প্রতিদিনের মতো নতুন প্রজাপতির
ডানায় হাত রেখে কাকাবাবুকে
বসন্ত জড়ানো বেডরুমে ঢুকতে ?
তাহলে ধৃতরাষ্ট্র হয়ে যান ।
নয় তো ! ঠুঁটো জগন্নাথ হয়ে যান ।
হয়ে যান গাছের মতো বোবা ।
তবে একান্তই যদি কিছু হতে না পারেন
তাহলে পড়ে থাকুন-
নীরবতার সুতোয় দু'ঠোঁট সেলাই করে
ভেজা বিড়ালের মতন মটকা মেরে ।
আর শুনতে থাকুন-
কাকাবাবুর বেডরুম থেকে ভেসে আসা
'৯৮.৩ রেডিও মিরচি ইজ হট।'
শুধু গর্জে ওঠো না !
শুধু গর্জে ওঠো না !
এখানে সিংহের মতো গর্জে ওঠা বারণ ।
এখানে জ্বালামুখীর মতো জেগে ওঠা বারণ ।
এখানে বিদ্যুৎ চাবুকের মতো ঝলসে ওঠা বারণ ।
সামনে উন্নয়নের স্কুল চলছে ।