যাও গিয়ে চপ ভাজো !
শব দেহের মতো পুড়িয়ে ফেলো
সমস্ত ডিগ্রি আগুনে ।
যাও গিয়ে রিক্সা টানো !
বিপর্যস্ত মানুষের মতো বেঁচে থাকো
সাদা ভাতে নুনে ।
ক্লান্তি এলে ঘুমিয়ে যেও
করো না এতটুকুও প্রতিবাদ,
নইলে ভরে দেবো লোহার খাঁচায়
ফাঁসিয়ে দেবো মিথ্যা মামলায়। খুনে ।
শিল্প-টিল্প করে চেঁচিও না
শিক্ষক নিয়োগ নিয়ে করো না ট্যাঁ ফো,
আগুনে পুড়েও বলতে শেখো― আছি ফাগুনে ।