মাটিতে আজ স্বর্গ নেমে এসেছে
কে আছো কোথায় বাজাও শঙ্খ,
জ্বালাও প্রদীপ ধুপ ।
আচ্ছা, ওদিকে এতো হল্লা কিসের ?
―শিক্ষকের দাবিতে ছাত্র গুলি বিদ্ধ !
চুপ ! চুপ ! চুপ !
বাতাসে আজ স্বচ্ছ সুখ মিশেছে
কে আছো কোথায় গাও গান,
বাজাও উন্নয়নের ঢাক ।
আচ্ছা, ওদিকে এতো আর্তনাদ কিসের ?
―বহুতলে ভয়ানক আগুন লেগেছে !
থাক ! থাক ! থাক !
রাস্তাতে আজ নিরাপত্তা মিলছে
কে আছো কোথায় পোড়াও আতশবাজি,
উড়াও আকাশে ফানুস।
আচ্ছা, ওদিকে এতো কান্না কিসের?
―হুড় মুড়িয়ে আবারও ব্রিজ ভেঙেছে !
হুস ! হুস ! হুস।
গুলির কথা ! আগুনের কথা!
ব্রিজ ভাঙার কথা কখনো বলো না খোকা !
তাহলেই পাবে সব।
আমি গলার উপর পা তুলে দাঁড়িয়ে থাকব;
তুমি বলবে গণতন্ত্র উৎসব ।