আমি কিন্তু বলছি না আপনি ঠগবাজ !
তবে আপনাকে দেখলাম-
ডিটারজেন্ট মিশিয়ে ভেজাল দুধ বানাতে ।
আমি কিন্তু বলছি না আপনি জোচ্চোর !
তবে আপনাকে দেখলাম―
চোখে কম দেখা বেলা পিসিমাকে
মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচে দিতে।
আমি কিন্তু বলছি না আপনি চিটিংবাজও !
তবে আপনাকে দেখলাম –
ন'শো গ্রামের জিনিস কে দাঁড়ির কারচুপিতে
এককেজি ওজনের বানিয়ে দিতে।
আমি আপনাকে কিছুই বলছি না কাকাবাবু !
কেননা- সততাই আপনার একমাত্র মূলধন ।