আপনি যদি হোয়াটসঅ্যাপের রিপ্লাই
লিখতে লিখতে, দেশের জাতীয় সঙ্গীত
গাওয়ার সময় উঠে দাঁড়াতে ভুলে যান ।
আপনি যদি একটা ফাইল কে― এক টেবিল
থেকে অন্য টেবিলে পৌঁছানোর জন্য
ফিসফিস করে হাজার দুই চেয়ে বসেন ।
কিংবা
আপনি যদি অফিসের দেওয়ালের কোণে
রোজ জরদা পানের পিক ফেলে ফেলে
দেওয়ালকে 'থুতুশ্রী' প্রদান করেন ।
তাহলে অপরাধ নেবেন না কাকাবাবু,
আপনাকে যদি কেউ 'রামছাগল' বলে ডাকে ।