বৃদ্ধার কাপড়ও রক্তে ভিজেছে
শরীর জুড়ে চলেছে লালসার ফাল !
বলতে পারেন কাকাবাবু-
এ কেমন পৃথিবী ?
এ কেমন সকাল ?
ব্রিজ ভেঙে লোক মরেছে
ছিল না কি কাজের মধ্য গাফিলতি !
বলতে পারেন কাকাবাবু-
এ কেমন উন্নয়ন ?
এ কেমন প্রগতি ?
যে চাষিটি আত্মহত্যা করল
যে মেয়েটি স্কুল পথে হল অপহরণ !
বলতে পারেন কাকাবাবু-
এ কেমন নিরাপত্তা ?
এ কেমন পরিবর্তন ?
ডাণ্ডা হাতে ! মুখে গামছা বেঁধে
দুয়ারে ওরা ছুঁড়ে গেল হুমকির মন্ত্র!
বলতে পারেন কাকাবাবু-
এ কেমন সমতা ?
এ কেমন গণতন্ত্র ?