আজ আর যূপকাষ্ঠে আটকা পড়া
প্রাণীর মতো আর্তনাদ নেই !
পাহাড়ি গুহার গা বেয়ে চুইয়ে পড়া
জলে মতো চোখের কোণে অশ্রুধারা নেই ,
নেই ছুরিতে ক্ষত-বিক্ষত হওয়ার রক্তপাতও !
মাটির পেট কেটে উদ্ধার হল কঙ্কাল ।
এই কি সেই ?
দেখুন না কাকাবাবু চিনতে পারেন কিনা !
এই কি সেই ?
যাকে মুরগীর মতো জবাই করে
আপনি প্রথম পেয়েছিলেন গদি ।
জ্বেলেছিলেন ক্ষমতার মশাল ।
বুঝে নিয়েছিলেন রাজনীতির সংজ্ঞা ।