ল্যাম্প পোস্টের আলোটা রোদের কাছে
পরাজিত হয়ে জ্বলছে এখনো ।
আপনি তা দেখেও সুইচটা অফ না করার
চেষ্টা করে পাশ দিয়ে হেঁটে গেলেন ...
জলের ট্যাপ থেকে হাসিমুখে জলটা
পড়ছে অনর্গল ভাবে সশব্দে ।
আপনি তা দেখেও ট্যাপটা বন্ধ না করেই
পাশ দিয়ে হনহন করে হেঁটে গেলেন ....
এমন কী ! রাস্তার পাশে বড় বড় গাছগুলোর
কোমর করাত দিয়ে কাটা হচ্ছে অবাধে ।
আপনি তা দেখেও না দেখার ভান করে
লেজ নাড়া প্রাণীর মতো চলে গেলেন...
অথচ সেই আপনি-ই বিশ্বপরিবেশ দিবসের
মঞ্চ থেকে ছড়িয়ে দেন উর্বর শব্দের কুচি-
বিদ্যুৎ আমাদের সম্পদ
জল আমাদের সম্পদ
অরণ্য আমাদের সম্পদ ।
এগুলোর অপচয় রোধে হতে হবে সচেতন ।