প্রিজাইডিং অফিসারের মাথায়
বন্দুক ঠেকিয়ে ওরা বলে গেল -
বুলেট চাই নাকি বিরিয়ানি ?
খুন হতে দ্যাখা মোস্তাক মিঞার গলায়
ছুরি ঠেকিয়ে ওরা বলে গেল -
কবর নাকি কিছুই দেখনি ?
এলাকায় নতুন ভাড়াটিয়ার বাড়িতেও
ওরা সদল বলে এসে বলে গেল -
দেশান্তর নাকি দশ হাজার ?
সত্যি কাকাবাবু, আপনার আবিষ্কৃত
শাসানি ধমকানি চমকানির প্রোডাক্ট
উন্নয়নের ট্রাকে পৌঁছে যাচ্ছে -
গ্রাম ছাড়িয়ে শহর ছাড়িয়ে
দেশেরই কোণায় কোণায় ...
কে জানে ! আপনার মাথার উপর
কোন দেবীর আশীর্বাদের হাত ...