আপনার স্বপ্ন জড়ানো সদ্য প্রকাশিত পত্রিকাটি
ও পাড়ার গণ্যমান্য কাকাবাবুর হাতে
তুলে দেওয়ার মুহূর্ত ক্যামেরা বন্দি করে,
কিছু ছবি হরিলুটের বাতাসার মতো
ছড়িয়ে দিলেন ফেসবুক টুইটারে ।
সাথে সাথে বসল-
লাইক-কমেন্টের কুম্ভমেলা।
হাত তুলে হেঁটে গেল-
কত না আনন্দের মিছিলও ।
অথচ আপনি কখনই কল্পনা করেন নি-
কিছুদিন পর সেই পত্রিকার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে
মোড়ের মুদি দোকানি
লঙ্কা গুঁড়ো বিক্রি করবে আপনাকেই।
আপনি চিনে যাবেন-
'ভেজাল সুখ' কাকে বলে । জেনেও যাবেন-
কোনটা কাকাবাবুর বাড়ির জঞ্জাল ।
**********