আকাশে আলোর চক্ষু ফোটা থেকেই
একের পর এক বাজছে রবীন্দ্র নজরুল ।
বেলা বাড়তেই রক্তদান শিবির ।
বিকেলে বই-খাতা-বস্ত্র বিতরণ,
সন্ধ্যায় আবৃত্তি কুইজ বক্তব্য ।
মুগ্ধ করছিল সকলকেই ।
অথচ রাত্রি বাড়ার সাথে সাথে
দু প্যাগ স্কচে গলা ভিজিয়ে
কাকাবাবু আপনিই -
সংস্কৃতি নামক হরিণের ঘাড়ে
ঝাঁপিয়ে পড়লেন অপসংস্কৃতির হায়না হয়ে ।
ভীমরুল কামড়ানো লাউডস্পিকার থেকে
ভেসে আসছে- লুঙ্গি ড্যান্স... লুঙ্গি ড্যান্স !!