একশো দিনের কাজে পুকুর কাটাই হল।
আর আপনি কাজ না করা কিছু জব কার্ড
সংযুক্ত করে কামিয়ে নিলেন
বিশ-পঁচিশ হাজার।
রাস্তা রিপেয়ারের টেন্ডার পাশ হল।
আর আপনার বাম পকেটের প্রণামিতে
এসে গেল চল্লিশ-পঞ্চাশ হাজার।
ও পাড়ার নন্দ ঘোষের বেঁটে ছেলেটিকে
থানার বড়বাবুকে বলে সিভিক ভলান্টিয়ারে
লাগিয়ে দিয়েই, আপনি তার কাছ থেকে
হাতিয়ে নিলেন লাখ খানেক।
তবুও কাকাবাবু,
আপনি আপনার গাড়ির কাঁচে সুন্দর করে
লিখে রাখেন― 'সত্যমেব জয়তে।'