বাড়ি ফেরার সময় হত্যা হল হরেন মাস্টার ।
আপনিই প্রথম এ এলাকায় বের করলেন
অগ্ন্যুৎপাত উগরে দেওয়া প্রতিবাদের মিছিল ।
গণধর্ষণের পর খুন হল হারু মান্নার মেয়েটি ।
আপনিই প্রথম মুখে কালো রুমাল বেঁধে
মোমবাতি হাতে নিয়ে করলেন স্মরণ সভা ।
স্কুল যাওয়ার পথে অপহরণ হল তিনু মিঞার ছেলেটি ।
আপনিই প্রথম অভিভাবকের মতো তিনুর সাথে
থানায় গিয়ে করে এলেন নিখোঁজ ডায়েরি ।
অথচ ডুমুর ফুল ফোটার মতন
কেউ টের পেল না― এই হত্যাকাণ্ডের,
এই ধর্ষণকাণ্ডের, এই অপহরণকাণ্ডের
মূল পান্ডা আপনি নিজেই।
গিরগিটি আপনার প্রিয় প্রাণী তাই না কাকাবাবু ?