জাহাজের নাবিকদের মতো ছয় মাসের খাওয়ার
একসাথে আপনার বিলাস বহুল বাড়িতে
মজুত করে নেবার পর ।
সকালে আপনারই উদ্যোগে
করোনা সন্দেহে একটি পরিবার কে
কুকুরের মতো এলাকা ছাড়া করার পর ।
এমন কী,
আপনার বাড়িতে দীর্ঘদিন কাজ করা মাসিটির
আজ সামান্য হাঁচি দেখেই তাকে বাড়ি থেকে
আবর্জনার মতো ফুটপাতে বের করে দেবার পর ।
কাকাবাবু আপনিও রাত্রি ন'টায়
মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সংকল্প করছেন ―
একসাথে লড়াই করার
একসাথে যুদ্ধ জেতার
শুধু আশ্চর্য!
আপনি নিভিয়ে ফেলেছেন অন্তরের আলোটা ।
✍️০৬.০৪.২০২০