আমার বন্ধুটি
ইতিহাসে এম.এ । বিএড ।
সে এখন গাড়ি মোছা গামছার মতো
জীবন নিয়ে হাফিজ চাচার সাথে যায়
রাজমিস্ত্রির জোগাড়ে ।
আমার বন্ধুটি
মেকানিক্যাল । ডিপ্লোমা ।
সে এখন তার স্বপ্নগুলোকে জবাই করা
মুরগির মতো হত্যা করে, পান-গুটকার
দোকান করেছে বড় রাস্তার মোড়ে ।
আমার বন্ধুটি
হিসাবশাস্ত্রে অনার্স ।
ক্যালকাটা ইউনিভার্সিটি ।
সে এখন চোঁয়া রুটির মতো হৃদয় নিয়ে
সকাল থেকে সন্ধ্যে ধুপকাঠি বিক্রি করে লোকাল ট্রেনে।
নাহ! কাকাবাবু, আমি আপনাকে এদের জন্য
কোন চাকরির কথা বলছি না । শুধু জানতে চাইছি―
আপনার পোঁতা শত প্রতিশ্রুতির শিল
কবে প্রসব করবে শিল্প ? কবে নতুন ভোরের মতো
চোখ মেলে তাকাবে কর্মসংস্থান ?
বেকারত্বের আঁচে এক-একটা প্রজন্ম পুড়িয়ে
আর কতদিন বলবেন ―
'মেরা দেশ বদল রহা হ্যায়, আগে বড় রহা হ্যায়।'