লাইভ আপনি হতেই পারেন―
ভোট প্রচারের মঞ্চ থেকে মিঠে শব্দের কুচি
হরিলুটের বাতাসার মতো জনগণের মধ্য
ছড়িয়ে দেবার সময় ।
লাইভ আপনি হতেই পারেন―
পুজো মণ্ডপের উদ্বোধনে গিয়ে
ফিতের পেটে দর্জির মতো কাঁচি চালিয়ে
মঙ্গলদীপ প্রজ্জ্বলনের সময় ।
লাইভ আপনি হতেই পারে―
ম্যাচ উদ্বোধনে, ক্লাব উদ্বোধনে,
মন্দির-মসজিদ পরিদর্শনে কিংবা রাজকীয়
কোনো রেস্টুরেন্টে খাওয়ার সময়ও।
তবে কাকাবাবু পারলে এবার
লাইভ হয়ে দেখান― আপনি নতুন নতুন
কল-কারখানা উদ্বোধন করছেন এমন সময় ।
দেশের হাজার হাজার মানুষ আজও যে―
বুকে বেকারত্বের স্ট্যাম্প নিয়ে পেরেকের মতো
পোঁতা হয়ে আছে দারিদ্রতার দেওয়ালে।
যাদের একটা কাজ চাই
এক মুঠো ভাত চাই
এক টুকরো পোশাক চাই ।