ধুতুরা ফলের মতো কাঁটাযুক্ত সহস্র নগ্নশব্দ ছুঁড়ে
সাম্প্রদায়িক ইস্যুকে ইন্ধন দেবার পর।
কখনো কলেজ ছাত্রীকে টাটকা যৌন আবেদন
পাঠানোর পর। কিংবা আপন বোধের গ্রিল ভেঙে
ভাতের ফ্যানের মতো গড়িয়ে পড়া নগ্নতার রস
মধুর মতো চেটেপুটে খাওয়ার পর ।
কাকাবাবু, আপনি যখন আপনার ফেসবুকের
ফেক আইডিটা 'লগ আউট' করে
অনেক রাতে বেরিয়ে এলেন ।
দেখলেন পাশে আপনার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে গেছে ।
যারা আপনাকে ―
পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী বলে জানে
পৃথিবীর শ্রেষ্ঠ পিতা বলে জানে ।
আর আপনি ? ছিঃ !!