আপনি নিশ্চিন্তে লুকিয়ে থাকুন
লজে -রেস্তোরাঁয় কিংবা মলে ।
আমি নিখোঁজ ডাইরি করে দেব ঠিক
সময় বুঝে, আপনার মতো আইপিএস কে
খুঁজে পাওয়া যায়নি বলে।

আপনি লুটপাট-চুরি-ছিনতাই
যা যা পারেন করেই যান। ইচ্ছে খুশি ।
আমি সি সি টিভির ঘাড় ঘুরিয়ে রাখব
অন্যদিকে । শুধু ভাগে মাল্লুটা দিও একটু বেশি ।

আপনি বাঁধান ধর্মযুদ্ধ । ছড়ান না হয়―
বিষবাষ্পের মতো হিংসা ।  আতঙ্ক ।
আমি সময় মতো বুঝিয়ে দেব  
কোনটার প্রয়োগে বেশি বাড়ে
ভোট ব্যাংকের অঙ্ক।

আচ্ছা কাকাবাবু এভাবে আর কতদিন
মদত দেবেন অন্যায়কে ? আর কতদিন
স্বার্থবাদের পেরেক ঠুকবেন গণতন্ত্রের গায়?
জেনে রাখুন― সময় কিন্তু একদিন
সত্যের হাত ধরে জনতার সামনে আনে
সমস্ত কুকর্ম সমস্ত অন্যায় ।

**********************
#কবিতাটি কোনো ভাবে ভুলবশত মুছে যাওয়ার কারণে পুনরায় পোস্ট করা হলো।