পাখির ছানার মতো হাঁ করে তাকিয়ে
গলা ফাটানো চিৎকার করছে
আঠারো পেরানো গোটা যুব সমাজ।
কাজ চাই । শুধু একটা কাজ চাই ।
মাছরাঙার লাল ঠোঁটে আটকা পড়া
মাছের মতো এক বুক আতঙ্ক নিয়ে
সময় স্রোতে বয়ে চলা নারীদের নাভিশ্বাসে
বেরিয়ে আসছে―
নিরাপত্তা চাই। একটু নিরাপত্তা চাই ।
অনেক রক্ত! অনেক কান্না! খসে যাওয়ার পর
আগুনে ঝলসানো পোড়া বেগুনের মতো
সমগ্র কালো জীবন আজ সমস্বরে বলে উঠছে―
শান্তি চাই। এবার শুধুই শান্তি চাই ।
অথচ কাকাবাবু আপনি―
এই আগুন এই আতঙ্ক এই অনাচার
এক হাতে তুষের আগুনের মতো জাগিয়ে রেখে,
অন্য হাত কুকুরের লেজের মতো নাড়িয়ে
আবারও বলে উঠছেন―
ভোট চাই । ভোট চাই ।
আবারও আপনাদের ভোট চাই ।