শান্তির বুকে সন্ত্রাসের হাত বল্লমের মতো ফুঁড়ে
আপনি ছো মেরে ছিনিয়ে নিয়ে গেলেন―
বিয়াল্লিশটি তাজা সবুজ হৃৎপিণ্ড ।
সমন্বয়ের শরীর ছেঁড়া রুটির মতো টুকরো টুকরো করে
আপনি আজ বানালেন হিংসার তাঁবু ।
আগুন জ্বেলে ঝলসালেন―প্রেম-প্রীতি-সৌহার্দ্য ।
বন্ধুত্বতার বাতাসে বৈরিতার বারুদ মিশিয়ে
আপনি বোমা-বুলেটের মিছিল করে
মুঠো বন্দি করতে চাইলেন গোটা পৃথিবীটাকেই।
পুঁততে চাইলেন― আপন ক্ষমতাতন্ত্রের পিলার।
কিন্তু কাকাবাবু, আগুন নিয়ে খেললে―
সে আগুনেই তো পুড়তে হবে আপনাকেও।
দূরে তাকিয়ে দেখুন–
দাউদাউ করে কেমন জ্বলছে তিনশো চিতা।